প্রচ্ছদ

প্রচ্ছদ

তমা কর্মকার

 

বিরহিনী

তমা কর্মকার

 

চোখের জলে বুক ভেসে যায় 

মুখে নেই তো আমার কোনই ভাষা|

বিরহ আমার সাথেই আছে

তোমায় পাওয়ার নেইতো কোনো আশা|

নাইবা পেলাম কাছে তোমায় 

একটু চোখের দেখা

কোনো দিনই বোঝনিতো তুমি ছাড়া  

এই গোটা বিশ্বটা আমার কাছে ফাঁকা|

সুখের সাথে ঘরটি করো 

হবো নাতো তোমার জীবনে বাঁধা|

নাই বা হলে আমার কানাই 

মনের মাঝে আমিই তোমার রাধা|


স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai