প্রচ্ছদ

প্রচ্ছদ

প্রেরণা বরালের

 

প্রেরণা বরালের দুটি কবিতা--  

----------------------------------

 

(১)

 

পরিচয়

 

একলা চলার পথিক আমি 

চলছি একা পথে ।

কেউ যদি সাথ দেও গো আমার

খুশিই হবো তাতে ।।

 

স্পর্ধা কোথায় ভাগ নেব ভাই 

প্রতিযোগিতাতে ।

খুশি  আমি যেটুকু ভাগ

দিয়েছে মোর পাতে ।।

 

বৈরী  আমার নাই গো কেহ,

সবাই  আপনজন 

এক বাপেরি বেটা বেটি,

ভাবে  আমার মন ।।

 

পরম পিতার করুণাতে

ভরে উঠুক মন ।

এই চাওয়াটা আমার চাওয়া 

হোক না  অবুঝ মন ।।

 

(২)

 

খোঁজ  

----------------------------

 

জীবন টা ময়ূরপঙ্খী ঘোড়ায় চলতে চলতে- 

হারিয়ে গেছে কোন দিগন্তে ।

খুঁজে সারা, তবু ও পৌঁছাতে পারিনি আমি 

তার সেই প্রান্তে ।

মনের নীল আকাশে স্বপ্নের মেঘগুলো -

আনাগোনা করে ।

মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ায়,

আন্দোলিত করে -

কিন্তু একেবারে  উড়িয়ে দিতে পারে না ।

এক যে ছিল রাজার কুমার, দিদার গল্প-

এখন কানে গুঞ্জন করে,

তাদের একেবারে ভুলানো গেল না ।

আলো আঁধারের জীবন মেলায় 

হৃদয় যে আলোকে পেতে চায়।

মন গোঁত্তাখোর, মাঝে মাঝেই ডুব দেয়,

সমুদ্রের অতল তলে ।

কিছু অনন্য, হয়ত পেতে চায়,

যা সে এসেছে ফেলে।


No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai