ফিরে এসো / অঞ্জলি
চক্রবর্তী
ফিরে এসো অন্তলীনা,যেখানে তোমার
পূর্বজের স্মৃতি
আজো খেলা করে।
যেখানে বটের শাখায়
রাখাল বালক
আজ'ও দড়ির দোলনা বাঁধে সুখে
আমাদের কায়া।
আর ছায়াদের কথারাও
আপেক্ষা করে।
তুমি বলেছিলে,নদী হবে, স্রোতস্বনী
দ্যাখো আমি।
আজ'ও সাগর হয়ে অপেক্ষা আছি।
ফিরে এসো শেষ
মোহনায়।
No comments:
Post a Comment