প্রচ্ছদ

প্রচ্ছদ

মহুয়া বিশ্বাস

বৃষ্টিভেজা জ‍্যোৎস্না

-------------------------------------

      মহুয়া বিশ্বাস

 

অঝোর ধারায় বৃষ্টি ঝরে

হৃদয়-নদীর  দুই পারে 

বর্ষার অগাধ জলে.....

ভরেছে নদী কূলে কূলে!

উদাসী হাওয়ায়....

কে তরণী বেয়ে যায় -----

জল ছলছল তরঙ্গে

ঢেউ জাগায় অঙ্গে অঙ্গে।

 

বর্ষার মেঘ সরে যায়.......

নিস্তব্ধ নিশীথিনী বক্ষে হায়..

জ‍্যোৎস্না রজনী খেয়া বায়।

আধভাঙা চাঁদ-আলো মাখা

অগণিত তারায় তারায় ঢাকা

ভাঙাভাঙামেঘে নকশাআঁকা।

হৃদয় জানালার ফাঁকে------

জোনাকিরা উঁকি দিয়ে দেখে!

সুমধুর বাঁশির সুরে

মনমাঝি কোন সে তীরে

যায় ডেকে বহুদূরে......;

পাখিরাও যায় যে ফিরে...

আপন নীড়ে !

সীমাহীন আকাশের গায়....

স্মৃতির সুরভী জড়ায় ;

বৃষ্টিভেজা  হৃদয়-গগনে

একমুঠো জ‍্যোৎস্না ছড়ায়।।

No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai