প্রচ্ছদ

প্রচ্ছদ

কাজল সেন

 

কাজল সেন

 

ফুটবল ও বান্ধবী

 

আমার নিজস্ব কোনো ফুটবল ছিল না

মাঠে নেমে যদিও আমি খেলেছিলাম গোটা ফুটবল আমার পায়ে ছিল গড়িয়ে আসা বল

আমি বল ধরেছিলাম বল নিয়ে দৌড়েছিলাম

ড্রিবলিং করতে করতে পৌঁছে গেছিলাম বিপক্ষের দুর্গম রক্ষণে

কিন্তু বল তো আর আমার নয় আমার বাবারও নয়

আধুনিক ফুটবলে পায়ে বল ধরে রাখা অন্যায়

ওয়ান টাচে বল ঠেলে দিতে হয় সহখেলোয়াড়ের পায়ে আমি বল ঠেলে দিয়েছিলাম

আমার নিজস্ব কোনো বান্ধবী ছিল না

তোমার বান্ধবীকেই আমি নিজের বান্ধবী মনে করেছিলাম আর যেদিন তুমি ও তোমার বান্ধবী বাঁধা পড়লে নিবিড় প্রণয়ে

অরণ্যের গভীর আঁধারে নিমজ্জিত হলে দিশা থেকে বিদিশার

আমি সেদিন হারিয়েছিলাম তোমার বান্ধবীকে

আমার নিজস্ব কোনো বান্ধবী ছিল না

আমার নিজস্ব কোনো ফুটবলও ছিল না 

1 comment:

  1. সুন্দর ভাবসমবৃদ্ধ কবিতা

    ReplyDelete

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai