ফলক
জারা সোমা
জীবনের দগ্ধীভূত
দাগ আঁকতে আঁকতে
একদিন ঠিক ছুঁয়ে ফেলব শিখর
প্রতারক পাখির
ভাঙা ডানায় লিখব প্রতিবাদ
সারবদ্ধ স্তাবক
হেঁটে যায় পথঘাটে
মতবাদ পীড়িত
গোধূলির প্রবচন শুনিয়ে
হাওয়ার মুখ করে
নেব অনুকূলে
নষ্ট বাগান যখন
সংবর্ধনা দেয় বিকৃতমনাকে
বিষাদ-দায়বদ্ধতা-প্রতিকার
পক্ষঘাতগ্রস্ত ব্যাধি
বরং মহিমান্বিত বাহারি পাগড়িতে
সজ্জিত হয় রহস্যময় পালক
ফুটপাতের হন্তারক
ফলকে কখনো লেখা হয়না
আপোষ সহবাসের দলিল
দস্তাবেজ
সব শিরদাঁড়া আজও বিক্রিত নয়।।
No comments:
Post a Comment