মন জানলার ওপারে
********************
- নির্মাল্য বিশ্বাস
কথা ছিল এখানেই
দেখা হবে সহস্র জন্মের পর,
পরিযায়ী মেঘ ধুয়ে
দেবে প্রাচীন পাপ।
তোমার শাড়িতে লেগে
থাকা কুয়াশার ঘ্রাণ
আর দু'চোখ ভরা বেত্রবতী-
তার ছায়ার ভিতর
আমার অপূর্ণ প্রেম
কাঁপে অস্থির জলে।
কথা ছিল চাঁদ ডুবে
যাওয়া অস্তাচলে
জন্মান্তরের গল্প
শোনাবে আরণ্যক মন;
পশ্চিমি ঝঞ্ঝায়
দিক্ভ্রষ্ট পূর্বমেঘ
নিয়ে আসবে ইজেলের
জলরঙ।
অপেক্ষার প্রহর
গুণছে কী জয়িনীর রাজপ্রাসাদ?
তুমি না বলেছিলে
উত্তুরে হাওয়ারা নিরুত্তর হলে
দখিনা জানলায় সমুদ্রমেঘ দেখো!
No comments:
Post a Comment