নেকড়ে / তুষ্টি ভট্টাচার্য
রাতের চোখ দিয়ে দেখছে যে নেকড়ে
গলা তুলে বার্তা পাঠাচ্ছে চাঁদের পিঠে,
সে আর কেউ নয়-
আমার মতো কোন অবয়ব
তোমার বা তোমাদের মতো ঘন কৃষ্ণ ছায়া।
মানুষ হতে হতে ভোর হয়ে যাবে আমাদের
রাতের আবহ বরং স্বস্তির
তোমরা কি ভেবেছিলে এই শ্বাপদ দাঁতের কাটাকুটি
বাঁকা নখের ক্রুরতা
লোমশ শরীর ভেদ করে
কখনও মানুষ হবে?
মানুষের দেহ থেকে ফিরে যেতে হবে ওই খোলশে বারবার!
বিড়ম্বনার মতো জেগে থাকে দুটো চোখ
মণির আড়ালে কার ছায়া লুকিয়ে রেখেছ আজও?
লেজের ঝাপ্টায় হাওয়ার সম্বিত ফিরে এলে
ভাবো—এই বুঝি ঝড় এলো!
সঙ্কটে, অশ্রুতে, লালায় মিশে যায় স্রোত-
শিরদাঁড়া বেয়ে নামে
আর কুলকুণ্ডলিনীর কথা মনে পড়ে তোমাদের।
বৃথা দুই জন্ম নিয়ে ঘুরছি আমরা
অনর্থক!
অহেতুক অভিমান আমাদের ভারি করেছে
জাহির করছে আমাদের মানব জন্ম।
No comments:
Post a Comment