নিশ্চিন্ত প্রেম
- ডাঃ অরুণ চট্টোপাধ্যায়
গাঢ় আঁধার বিরাজ করছে
এই ধরণীর পটে,
জলতরঙ্গ পৌঁছে যাচ্ছে
নীরব নিথর তটে।
বাতাসের কাজ বাতাস করেছে
বইছে পাতার ফাঁকে,
প্রেমিক যুগল ব্যস্ত ব্যাকুল
উষ্ণ হিয়ার ডাকে।
জ্যোৎস্নাহীন আকাশের বুকে
লক্ষ তারার অক্ষি,
নীরব আঁধারে তারাই হয়েছে
মধুর-মিলন সাক্ষী।
No comments:
Post a Comment