প্রচ্ছদ

প্রচ্ছদ

রূপা বাড়ৈ

 

পাহাড়ী নদী          

     রূপা বাড়ৈ   

 

ছোট্ট নদীর বুকে কষ্টের ছোট ছোট পাথর পুষে

প্রাণহীন সুবিশাল এক পাহাড়ের সৃষ্টি হয়েছে,

এখন আর জলের লেশমাত্র নেই সেখানে

শাপলা, কচুরিপানা সব বিলীন হয়েছে।

 

একদিন যে নদীতে ছিল স্বচ্ছ জলের স্রোত

যেখানে ভাটির শেষে ছুটে আসতো জোয়ারের জল,

ছেলে-মেয়েরা ঝাঁপিয়ে পরতো স্নান করতে

মাঝিমাল্লা গান ধরতো পালতোলা নৌকা বেয়ে।

 

সেই স্বচ্ছ নদীর কোন অস্তিত্ব নেই আর কোথাও

সেখানে এখন শুধু লতাপাতায় জড়ানো

এক কষ্টের পাহাড় জেগে আছে,

বিবর্ণা অরণ্য ঘিরে বেঁচে আছে পাহাড়'টা জুড়ে।

 

সেই পাহাড়ে হয়তো আবার কোন একদিন

দেখা যেতে পারে জলের ধারা

যদি কষ্টের কষ্ট ঘর্ষণ লেগে পাহাড় যায় ঘেমে

তবে সেখানে ঝর্ণার উৎপত্তি হবে

প্রবহমান জলের স্রোতে সৃষ্টি হবে আবার এক নদী।

সেদিন সৃষ্টি স্বার্থক হবে পাহাড়ে বহমান নদীর বুকে।


No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai