প্রচ্ছদ

প্রচ্ছদ

ইন্দ্রাণী ব্যানার্জী

 

ইচ্ছেগুলো

ইন্দ্রাণী ব্যানার্জী

 

ইচ্ছে ছিল তোমায় নিয়ে

দূর অজানায় দেবো পাড়ি

বাউল হয়ে উদাস সুরে

খনেক কাছে খনেক দূরে

প্রেম বিরহের খেলবো খেলা

মনখারাপের পাল্লা ভারী।

 

ইচ্ছেছিল আমার রঙে

রাঙিয়ে দেবো নিজের হাতে

গুনগুনিয়ে কানে কানে

ভালোবাসবো গানে গানে

 

ইচ্ছে ছিল ছুঁয়েই দেবো

আমার চোখের নীল ইশারায়

অধীর হয়ে তখন তুমি

দিগন্তরে খুঁজবে আমায়।

 

এমনি করেই ইচ্ছে গুলো

হৃদমাঝারে জেগে থাকুক

এমনি করেই ইচ্ছেগুলো

আনন্দতে বাঁচিয়ে রাখুক।

No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai