কথাকাহিনী
----
সুনীতি
বলেছিল ভালোবাসি
,
বলেছিল ভালোবাসা
খুঁজো না আর প্রিয়তমা।
অন্য কেউ (আমার
মতো)এমন ভালোবাসবে না ।
মধুর স্বরে
গেয়েছিল জীবনের পথ চলার গান ।
হিসেব হয়নি
মানুষ হয় দোষ গুণের ।
তারপর সে কথা
গেল হারিয়ে ।
নিজেই খুঁজে
বেড়াল ভালোবাসা চুপিসারে ।
হিসেব কষল পাওয়া
না পাওয়া
ভুলে গেল
ভালোবাসা কারে কয় !
সেবা, ভালোবাসা পাওয়া যে বিনিময় ।
মেপে নিল নিজেকে
কতটা মূল্যবান
মাপল না কথার
মূল্য কতটা ভারী,কতটা জরুরী হয়।
কথা না রেখে ,একই কথা কতজনকে দেওয়া যেতে পারে ।
চোখে এখন সর্ষের
ফুল ,না পাওয়াটাই চোখে পড়ে ।
যোগ্য অযোগ্য কে
কার
এটা কি জীবনের
মানে ?
ভালো না ভাসতে
পারলে বাইরের সৌন্দর্য মুখ,
বাদর মুখো।
মরে গেলে পাওয়া
না পাওয়ার গণনা কি পড়ে থাকে ?
No comments:
Post a Comment