প্রচ্ছদ

প্রচ্ছদ

একটি কবিতা শৃঙ্খলায় নির্বাচিত কবিদের কবিতা--মুরারি সিংহ

একটি কবিতা শৃঙ্খলায় নির্বাচিত কবিদের কবিতা--

জলজ গোপন

মুরারি সিংহ

 

 

একটা নতুন দিন হাঁড়িকুঁড়ির সঙ্গে নতুন গল্পে মাতো

গভীর মঙ্গলঘটে নতুন অরিজিৎ নামিয়ে

আবার নতুন করে খাবারের আয়োজন

দাম্পত্য-ক্লাসে আস্তে হাঁটতে গিয়ে নাতিশিতোষ্ণ

কেঁপে ওঠে বারবার

কর্ণ-রং বন্দরের গানে কান পেতে যে স্বপ্নের ফিউশন

 

তার পাতায়

পলাশ কল্লোল ঘষে দিই

অলৌকিক যতই বলুক কাজ নেই কাজ নেই

ভবনদীর ঘাটের দিকে

কৃষ্ণভক্ত নারকেল-ছোবড়ার পিছু পিছু

ঋতুমতী ঢেঁকিশাকও হেঁটে যায়

অকাতর শিলালিপি হাতে ঝিলিমিলি

 

উঁচু-উলগোলা আঁকা ছোবল পেরোতে যতটা সময় লাগে

ততটাই ছিল বকুল-ভ্রূণের কাছে

আরো একবার ফিরে আসা

এই জলজ গোপন 




No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai