প্রচ্ছদ

প্রচ্ছদ

সন্ধ্যা রায়

 

সন্ধ্যা রায়ের দুটি কবিতা--

 

সাথিহারা

 

তুমি সাথে নেই আমি অসহায় 

ভালো লাগে না

পূবের সূর্য সোনালী আকাশ 

ভালো লাগে না

উত্তরে হিমেল হাওয়াও আর 

ভালো লাগে না

দুধেল কুয়াশা ঝাপসা শহর 

ভালো লাগে না

নিঝুম সকাল জন বিরল 

ভালো লাগে না

কেকা ডাকে ঐ কলকাকলি

ভালো লাগে না

সোনালি রশ্মি ধরা ছুঁয়ে রয় 

ভালো লাগে না

গণগুঞ্জন কলকোলাহল

ভালো লাগে না

শান্তির সুর নিঝুম দুপুর 

ভালো লাগে না

ফেরে কোলাহল স্নিগ্ধ বিকেল 

ভালো লাগে না

তুমি ছাড়া আমি এত অসহায় 

ভালো লাগে না

ভাবিনি ত আগে তুমি সাথে নেই 

ভালো লাগে না

তুমি এলে যেই সব ভালো সেই 

কথা হল শেষ 

ভালো লাগে না।।

 

কুহকিনী রাত 

 

বৃষ্টি ভেজা রাতটা আবছা ধূসর

আজ পূর্ণিমার চাঁদ নেই আকাশে

মলাট পরানো কালকের গল্প কবিতায় 

পৃথিবীটা মস্ত খাঁচা অবোধ্য সব 

ডানা ঝাপটান বৃথা আস্ফালন l

মাটির পুতুল ঠায় বসে অপেক্ষায় 

মুক্তি চাই মুক্তি কোথা পাই ! 

জীবনটা যে বৃক্ষে বাঁধা পরগাছা

নীল আকাশ একফালি চাঁদ দেখতে চাই।।

No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai