গুচ্ছকবিতা শৃঙ্খলায় নির্বাচিত কবিদের কবিতা--
রূপঅভিসার
মধুমঙ্গল বিশ্বাস
-------------------------
কেউ তিলে তিলে রূপ
সঞ্চয় করে তিলোত্তমা হয়ে উঠতে চায়
কোনো-কোনো রূপবান
রূপের পালক খসিয়ে দ্বিধাহীন উড়ালে সামিল
#
জয়চন্ডি
পাহাড়শীর্ষে দাঁড়িয়ে
বৃষ্টি, ভাবসম্মিলন আর এইসব মনে হল।
বড়ন্তিলেকে
সূর্যের ডুবে যাওয়া দেখতে দেখতে মনে হল, প্রতিটি সম্পন্নসঙ্গম মৃত্যুকে প্রার্থনা করে
#
তুমি দ্রুত অনুভব
করছ সন্ধিক্ষণ বলে কিছুর জন্য অপেক্ষার প্রয়োজন নেই। তাগিদ-ই সম্পদ।
তুমি জেনে গেছ
যে-কোনো স্থান-ই মঞ্চ তোমার। যে-কোনো মঞ্চই ঝোড়োহাওয়া।
#
পাখি আর নারীর
মধ্যে তুমি কোনও তুলনা জান না।
No comments:
Post a Comment