সম্পাদকীয় কলম--
জীবনের অভিজ্ঞতার
কমি নেই। নব নব অভিজ্ঞতাকে চিরে ফেরে বর্তমান যে অভিজ্ঞতার মাঝ দিয়ে আমরা ভীত
সন্ত্রস্ত হেঁটে চলেছি তা হল কোরোনার মহামার। প্রতিদিনের অসুস্থতা ও মৃত্য সংখ্যার
দিকে তাকিয়ে আমরা দীর্ঘ সময়ের গৃহবন্দীত্বকে বরণ করে নিতে বাধ্য হয়েছি।
জীবন তবু থেমে নেই, সময়ের সঙ্গে সে যে বাঁধা ! তাকে ক্ৰমশঃ এগিয়ে
যেতে হয় পরিণতির দিকে। অজানা ভবিষ্য় নিয়ে তার চলমান জীবন। কর্মকে ধর্ম মেনে জীবনের
কিছুটা সফলতার মুখ আমরা
দেখতেই পারি।
সময়ের ফুরসতে মনের
মাঝে চিন্তারা এসে জড়ো হয়। কি করবো না করবো ভাবনার মাঝে হঠাৎ মনে পড়ে যায়--লেখার
খাতা ও কলমের কথা কিংবা ল্যাপটপ বা মোবাইলেই মাধ্যমে ফাইল খুলে লিখতে শুরু করার
কথা।
অবসাদগ্রস্ত সময়ের
মাঝে হঠাৎ মনে পড়ে যায়, আমার স্বরধ্বনি পত্রিকার কথা। জুলাইয়ে প্রকাসিত
হবার কথা ছিল। এ বিষাদ সময়ে এ সব কথাই বুঝি ভুলে গেছিলাম অথবা বলা যায় ভুলে যাবার
চেষ্টা করে ছিলাম। কিন্তু পারিনি--সময়কে অতিবাহিত করার জন্যে শেষ পর্যন্ত বসে পড়লাম স্বরধ্বনির আগামী
সংখ্যার প্রস্তুতি নিয়ে।
এটি স্বরধ্বনির
পঞ্চম সংখ্যা। এবারের লেখক তালিকার মধ্যে বেশ কিছু নামী-দামী লেখক কবিও আছেন। এঁদের
মধ্যে আছেন—অমর মিত্র, তৈমুর খান, তপন সাহা, কাজল সেন, মধুমঙ্গল বিশ্বাস, কৌস্তব দে সরকার, তুষ্টি ভট্টাচার্য, নিরমাল্য বিশ্বাস, রুদ্রাণী রাই, লুতফুল বারি পান্না, সোনালী মিত্র, সুমন মল্লিক, তীর্থঙ্কর মৈত্র, জারা সোম, অপূর্ব পাল, শ্যামা
প্রসাদ সরকার, সীমা ব্যানার্জী-রায়, হিল্লোল
রায়, এশরার লতিফ
প্রমুখ। পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন সহসম্পাদক শমিত কর্মকার।
সে সঙ্গে নবীন
প্রবীণ নামী অনামী কবিরাও থাকছেন। থাকছে আধুনিক অত্যাধুনিক কবিতার সঙ্গে সঙ্গে সাবেকি ছন্দ
মিলন অলঙ্কারে আকীর্ণ নানা কবিতা। মনে হবে,
বিগত একশ বছরের কবিতার আলেখ যেন এখানে ধরা পড়েছে। আগামীর স্বরধ্বনির ছাপা অক্ষরে
প্রকাশ পাবার ব্যস্ততা বর্তমানে আর নেই। বর্তমান মহারুদ্র মহামারী করোনার দাপটকে
ছাপিয়ে বিশেষ কিছু ভাবনার দ্বার যেন আপাতত বন্ধ। তবু আশার পাখায় ভর দিয়েই চলে বুঝি
আমাদের আগামী জীবন।
পরিশেষে লেখক পাঠক
বর্গের কাছে ক্ষমা চেয়ে নেবো, পত্রিকার ত্রুটি বিচ্যুতির জন্যে। বর্তমান ট্যাকনোলজীর ক্ষেত্রে নিজের অজ্ঞতা
অনভিজ্ঞতার কথা স্বীকার করে নিচ্ছি। হাজার ত্রুটি বিচ্যুতি থেকে গেলো, তবু
অভিজ্ঞতার পুষ্টতায় ক্রমশ ত্রুটিশূন্য এক পত্রিকা প্রকাশনার দিয়ে এগিয়ে যেতে পারবো
এমনি আশা নিয়ে আজ সম্পাদকীয় লেখার ইতি টানছি—ধন্যবাদ—
সম্পাদক-তাপসকিরণ
রায়
সহসম্পাদক--শমিত
কর্মকার।
No comments:
Post a Comment