প্রচ্ছদ

প্রচ্ছদ

দুটি কবিতার শৃঙ্খলায় নির্বাচিত কবিদের কবিতা-- সীমা ব্যানার্জি রায়-

 

দুটি কবিতা শৃঙ্খলায় নির্বাচিত কবিদের কবিতা--

সীমা ব্যানার্জি রায়ের কবিতা-- 

 

প্ল্যানচেট

 

স্থির ও স্বচ্ছন্দ টান জীবনের সব দিকেই আছে

আর আছে সম্পর্কহীনা এক ইতিহাস

নাম তার ধর্ম

ভেসে চলে পাল তুলে ঝড়ের মুখোমুখি

দেখায় রূঢ়, লেলিহান, জিহ্বা ও বিবর্ণ পাঁচিল

জীবনের নিযুক্ত পথের মধ্যে ভেঙে দেয় খোড়োঘর

আর সাজানো বাগান, আমরা পাই না টের

:

ভেতরের মনুষ্যত্ব বাইরে থাকে, বিবরণহীন

ট্রান্সফার! ট্রান্সফার! প্ল্যানচেট বিনিময়

নিজেরা নিজেদের অযুক্তি কল্লোলে খাঁড়ার মড়ার ওপরে

শুরু করি দুর্দম লড়াই-

নিজেরা নিজেদের বিষাক্ত করি, মানসিক ব্যথা গর্জায়

:

ঠান্ডা হিম যেমন প্রকৃ্তি 

তেমনি আমরা মানুষ হয়েই থাকতে চাই

 

তোর জন্য 

 

বাইরে বৃষ্টি, বেদম হাওয়া, ঝড়ের ঝাপটা জানলার পাশে

কাচের এপাশে বাজ বিদ্যুৎ-এ দুমড়ে মুচড়ে আমার শরীর

তুমি ছুঁয়ো না আমাকে... 

# দরজা -জানলা খুলে আজ আমি ভিজব শুধু 

উৎসুক চোখ মেলে দাও তুমি লেলিহান ঝড়ে

এ বড় ভয়ঙ্কর খেলা... 

# একলা ঘরের দেয়ালে 

এ যেন হঠাৎ আসে, শুধুই আপন খেয়ালে। 

আমরা দুজনে, যাব না বেড়াতে বিকেলে আজ 

উল্লাস করে ফিরছে দেখো কত প্যাস্টেল -সমাজ

No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai