আলমগীর সরকার লিটন
(১)
দোষ
=======================
এতো দিনে এতটুকু
বোঝা হয়নি
সোনা দোষটা কার-ভুলটা
কার!
হাড়ি ভাঙ্গা হয়েছে
শুধু অদৃশ্যে
তবু লজ্জামুখে দোষ
নাই তার;
ছোটমুখে বড়কথা
বলেই গেলো
আজ অথবা কাল তবু
হাড়ি ভাঙ্গা
শুনতে মজা অনুরাগি
তালে ছাল
বলা গল্প
শূন্যমেঘে বৃষ্টিভেজা গাল
অতঃপর দোষটা যে
আজও ভারি
আইল পাথারে
দুর্বলা ঘাসে ছাড়ি!
ভাবতে মানা শুনতে
কানা চাঁদে ঘর-
শিশির কুয়াশা
সূর্য ঘ্রাণে দোষটা পর।
---------------------------------------------
(২)
মুখোমুখি
=========================
মরু প্রান্তরে
গোলাপ ছিল কথা হয়নি
ঘ্রান তো দূরের
কথা ভাবতে পারিনি!
সামনা সামনি চলা
বেশ হয়েছে-চোখে
চোখ রাখা, সিনেমা দেখা তাও হয়েছে-
গোলাপ যখন একটু
কাছে-তখন ঝড় তুফান।
এখন তো রোজ কথা
হয়-আনমনে মনে
ভাবনার সারি কিছু
নতুন সৃষ্টি সুরে গান;
গোলাপ স্পর্শ
ছোঁয়া সেতো প্রণয় ডুবি সম্মান!
আজ শুধু ইচ্ছা
ডাকে বান-হারিয়ে হয়েছি
বামন ডাঙ্গার
ডুমুর ফুলের স্লান-
তবুও ভাবনাতে নিভু
নিভুতে কথা হয়
রোজ ঘুমহীন
রাত-জোনাকিরা মুচকি হাসে,
আসবে না আর হবে না
আর মুখোমুখি-
অতঃপর বৃষ্টি
ছুঁয়া কল্পনা কথা-হক না সুখেদুঃখে
গোলাপ আসবে না আর
হবে না মুখোমুখি।
-------------------------------------------
(৩)
কদম ফুল
============================
দু’চোখে আষাঢ় দেখি কদম ফুলের ছোঁয়া
মিষ্টি হাসি যেনো
গভীর আতঙ্কে ভরা-
তবুও আষাঢ় চলছে
ভিজা সব গন্ধে!
দক্ষিণা জানালা
আজও খোলা সন্ধ্যা পরে
চড়ুই-বাবই ভালই
আছে-ভাবনার ঘরে।
আনন্দ তাই বিলিয়ে
যায় কদমফুলের ঘ্রাণে;
রংধনু আকাশ জুড়ে
বৈকালিরা চুপি সারে-
সোনালি মুখে
চাঁদের হাসি আষাঢ় গেলো ভিজে!
তবুও আমার সুখে-দুঃখে
কে পেলো খুঁজে-
এ আষাঢ়ে কদমফুল
যাচ্ছে শুধু ভেসে-ভেসে।
No comments:
Post a Comment