পথিক
অমর মিত্র
ব্রেবোর্ন রোডের পাশ দিয়ে
হেঁটে চলে যাই
যেতে যেতে ঘামি,
আমি,
কাকে ডাকি কেই বা জুড়োয়।
কাঁটা ফেলা জীবনের পথে,
তবু পথ বাঁধা,
বাঁধা পড়ে আছে
জানিনা কাহার কাছে।
ঘুরে মরে কলুর বলদ,
তেল খেয়ে তেল মেখে
পুষ্ট হয় রাজার শ্যালক।
খুটে খুটে দানা খায়
রহিমের পাখী
অন্ধ খাঁচা বন্ধ ডানা
তবু ডাকা ডাকি,
বহে যায় দিন রাত্রি
বাড়লো বয়স
কবে পাব শুভ্র শয্যা
প্রাণের পরশ।
পৃথিবীর রঙ্গমঞ্চে
আমি কাটা সেনা,
চোখ বুজে দেখে যাই।
কোষে বদ্ধ তলোয়ার
হাত তো ওঠে না।
No comments:
Post a Comment