এশরার লতিফের কবিতা--
১
রেশ রয়ে
যায়
অর্ধেক ঝাঁপি বন্ধ করে
ভাবি
আরেকটু থেকে যাই,
আরও দু এক প্রহর।
জানি এই পৃথিবী
একটু ঈগলের স্বপ্ন,
দুটো মুখোমুখি
আয়নার ভেতরে
অসংখ্য
আয়নার বিভ্রম ।
তবু এই
পুতুল নাচের রঙ্গশালায়
আজও তুমি
মৃত চন্দনের সুবাস ছড়াও,
বাতাসে রেখে যাও
শুকিয়ে যাওয়া বকুলের ঘ্রাণ।
কখনো বৃষ্টি নামে,
দমকা হাওয়া বয়ে আনে
ভেজা মাটির সোঁদা গন্ধ,
সে তোমারই ঘ্রাণ
কারন
তুমি তো মাটিতে
মাটি হয়ে মিশে গেছ,
আয়নার ভেতরে
হয়েছ
অসংখ্য আয়না।
তাই আমি যেতে যেতে
থমকে যাই,
ভাবি,
যাক না আর ক'টা দিন
এই বান্ধবহীন
চরাচরে।
অন্য কোথাও কে জানে
এই ঘ্রাণমঞ্জরী
নাও পেতে পারি।
২
তোর কথা
ধুলট মেঘে ঢেকেছে আকাশ, বিষাদ নগরী,
এক গ্লাস জল, রূপালী মোড়কে ঘুমের বড়ি,
বিদ্যুৎ তার ছিঁড়েছে কোথাও পাড়ার মোড়ে,
কী যেন ক্ষতি মনের ভেতর আঁধার খোঁড়ে,
দমকা বাতাস ওড়াচ্ছে ঘ্রাণ, আহা চামেলি,
পাশে এলে তুই ভিজে যেত চুল, রেশমি চেলি,
তোর তুফানে ডুবে ভেসে যায় আমার তরী,
এক গ্লাস জল, রূপালী মোড়কে ঘুমের বড়ি,
কোথাও দূরে ভাঙলো আকাশ তাতা থৈ থৈ,
এক জনমে ঘুরে ফিরে আমি তোর কথা কই।
No comments:
Post a Comment