প্রচ্ছদ

প্রচ্ছদ

হিল্লোল রায়

 

মনহারা বরষা

হিল্লোল রায়

 

জানলার কাঁচ খুলতেই দেখি, তুমি!

এ কি! এই তো আমার বরষা !

প্রেমের আঙ্গিনায় দাগ কাটি মৃদুদীপে 

ভালবেসে বলি, বসো! মনে দাও কিছু ভরসা।

 

চমক ভাঙতেই, জানলাম তুমি দুঃখেরই এক মাধুরী

নীলমেঘসাথে একজোড়া হাতে আমারই পদ্মকুঁড়ি  

প্লিজ! খুব কাছে এসো, ছুঁয়ে দেখো পোড়া মন

হাওয়া যদি দ্যায় তাড়া, দিও না কো তাতে সাড়া!

লক্ষ্মীটি, কেমন?

 

জানি ! তোমার নেই কোন ঠাঁই, এই বান্ধবহীন পরবাসে

তবুও কেউ করে দয়া, কেউ বা ভালবাসে

তোমায় দেখেই বিষণ্ণ অতীত করে যায় শুধু তাড়া

প্রেমের ভাষায় তাকেই বলি আমারই মনহারা।

2 comments:

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai