রং / পশুপতি ভদ্র
যদি ধরো, ওই যে অবলম্বনের আড়াল
ময়দানের সুউচ্চ টাওয়ারে কফিন বন্দি -
অথবা, এইসব যুদ্ধ ক্লান্ত হাত, -
একাকী মন খারাপ, সবুজ ঘাসে ওই তো গালিচা
প্রস্তর চিতায় তুলে আনছি আঙুলের নখ ।
কে কোথায়, সামিয়ানার উত্তর পশ্চিম,
অদ্ভুত গর্জনে দুলে উঠল বৃক্ষের প্রশাখা,
উন্মুক্ত আগুন, পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়াও
এবার কামান দাগার পালা ।
এই উত্তর পঞ্চাশে অবিকল,
পাখিগুলো এ ডাল সে ডাল
দিগন্তের অন্তরালে দ্রৌপদীর মুখ ।
ক্রমশ নেমে এলো অন্ধকার -
জমাট এক বিষণ্ণ রং,
যুদ্ধ শেষ, ওই তো জ্যোৎস্নার মায়াবী আলো,
নিস্তেজ চরে স্বপ্নের চাঁদ ।
No comments:
Post a Comment