তিনটি কবিতা
শমিত কর্মকার।
সময়
দেখো যাচ্ছে কেমন সময়।
অপেক্ষার পর অপেক্ষা।
কবে আসবে সে দিন।
পাবো অফুরন্ত আনন্দ
পাবে সবাই।
অসময়
চিলতে থাকা সময়ের মাঝখানে।
পাওয়া না পাওয়ার আস্ফালন!
এ সময় একটু অন্যরকম--
পরে থাকে সব সময় সাথে নেই।
বিপর্যয়
সময়কেই ধরে অনেকটা এগিয়ে যাওয়া।
কিছু হওয়ার তাগিদেই বোধ হয়--
বোঝা যাইনি আগে এমনটা ঘটবে!
বিপর্যয়ের মাঝেও আমরা দাঁড়িয়ে আছি এখন।
No comments:
Post a Comment