প্রচ্ছদ

প্রচ্ছদ

শমিত কর্মকার

 

       তিনটি কবিতা

        শমিত কর্মকার।

 

সময়

 

দেখো যাচ্ছে কেমন সময়।

অপেক্ষার পর অপেক্ষা।

কবে আসবে সে দিন।

পাবো অফুরন্ত আনন্দ

পাবে সবাই।

 

অসময়

 

চিলতে থাকা সময়ের মাঝখানে।

পাওয়া না পাওয়ার আস্ফালন!

এ সময় একটু অন্যরকম--

পরে থাকে সব সময় সাথে নেই।

 

বিপর্যয়

 

সময়কেই ধরে অনেকটা এগিয়ে যাওয়া।

কিছু হওয়ার তাগিদেই বোধ হয়--

বোঝা যাইনি আগে এমনটা ঘটবে!

বিপর্যয়ের মাঝেও আমরা দাঁড়িয়ে আছি এখন।


No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai