ঊশ্রী মন্ডলের কবিতা--
নিঃস্বার্থ ভালোবাসা
দীর্ঘ দগ্ধ দুপুরের মতো..
এই মনও দীর্ঘ সময় ধরে তাপিত হয়ে চলেছে,
হে জলেভরা বর্ষারানী, তুমি এসেছো জানি ;
ঝরে পরার আশ্বাসবাণী নিয়ে l
তবুও কেন এই মন বৃষ্টির ধারার মতো...
নিঃশব্দে কেঁদে বেড়ায় ll
তপ্ত দিনের প্রখর যৌবনে...
খেত খলিহান নদী নালা জ্বলে পুড়ে মরে ,
নিরপরাধের হাহাকারে ধরণীর হৃদয় বিষন্নতায় ভরে ;
সমাপ্ত হোক এই নিষ্ঠুরতা l
শান্ত স্নিগ্ধ হয়ে বর্ষাও প্রতিশ্রুতির বাণী ..
ভরে উঠুক তোমারই অনুকম্পায় ll
সারাদিনে নিজেকে নিঃশেষ করে...
ক্লান্তি শেষে শ্রান্ত দিনমনি চলে নিজের দেশে ,
শেষ রক্তিমআলোকে অরুনকে ধারণ করে ঐ তটিনী ; লালে লাল হয় লজ্জায় l
মুখলুকায় তরঙ্গের মেখলায় ,আসছে সন্ধ্যারানি...
হরিবে প্রখরতা ভরবে স্নিগ্ধতায় ll
সখা আমি আর তুমি...
হাতে হাত রেখে চলে যাই ঐ সুদূরে ,
জনমানব পূর্ণ স্থান ছেড়ে কোলাহল শূন্য বনাঞ্চলে ;
এসো আমরা গড়ে তুলি ,
প্রণয়পূর্ণ স্বর্গীয় স্বর্গ নিঃস্বার্থ ভালোবাসায় |
মুক্তি পাবো আশা যাওয়ার পরিক্রমায় ll
No comments:
Post a Comment