শঙ্কর ব্রহ্ম গুচ্ছ
কবিতা--
.
মুক্ত আকাশ
-----------------------
তুমি আমার ভোরের
আকাশ,তুমি আমার মুক্তমন
তোমায় পেয়ে ফিরে
পেলাম, ষাট পেরিয়ে নবযৌবন
এখন আমি ফুটতে
থাকি, টগবগিয়ে কবিতায়
জানি তোমার এ'সব কথা, মোটেও জানার কথা নয়
তবু আমি তোমার কথা, ভাবতে থাকি
অনুক্ষণ
সে'সব কথা কেউ না জানুক, জানে আমার সুপ্তমন
তোমায় নিয়ে কল্পনাতে, কোথায় না আর যাই আমি
আগ্রা,প্যারিস,রোম কিংবা সহস্রবার বৃন্দাবন।
তুমি আমার স্বপ্ন
সাথী, স্বপ্নে আসো যখন
চাও
তুমি এ'সব জান না তাই, জানলে তোমার বাড়ত ভাও
এখনও তোমায় ভাবতে
গেলে,মনে কেমন ঢেউ খেলে
ঢেউয়ের টানে দুলতে
থাকি, মাছের মত পাখ মেলে
দুলতে দুলতে তোমার
কাছে, পৌঁছে তো চাই
অনায়াসে
চোখে আমার মুক্ত
আকাশ, স্বপ্নে তোমার মুখ
ভাসে।
-------------------------------
.বিষাদ
---------------------------
রাত দুপুরে তোমার
ঘরে ঢুকতে পারে চাঁদ,
গেলে আমি জীবন তোমার হয় কেন বরবাদ?
তোমার ঘরে রাতে
যদি আমি ঢুকি চাঁদ হয়ে,
তুমি কেন হও বল তো বল এমন কাঁটা ভয়ে?
রাত দুপুরে তোমার
বুকে স্বপ্ন শুয়ে থাকে,
স্বপ্ন তোমার বুকে আমায় দুপুর রাতে রাখে?
মুন্ডু আছে মাথা
নেই বেঘোরে যে ঘোরে,
ঘর ছেড়ে যে স্বপ্ন কত হঠাৎ ধরা পড়ে।
এ'সব দেখে তোমায় রেখে ভোরে পালায় চাঁদ,
জানি তুমি আমায় ধরার জন্য স্বপ্নে পাত ফাঁদ।
ধরা যদি পড়ি আমি
তখন গুনি সে পরমাদ,
এ'সব জেনে তোমার বুকে জমে কি বিষাদ?
------------------------------------
আশ্চর্য সময়
-------------------------
এখন আমার কোন কষ্ট
নেই আর
জেনে গেছি মৃত্যু সমাগত,
সব কষ্ট তুলে দিয়ে
তাকে
যত দিন আছি আনন্দে বাঁচি।
এখন আমার কোন দুঃখ
নেই আর
সব দুঃখের ভার
তুলে দিয়ে ঘাড়ে
তার নিশ্চিন্তে আছি
স্বস্থিতে বাঁচি।
এ'এক অদ্ভুত সময়
যখন দুঃখ কষ্ট ব্যথা ভয়
সব কিছু চলে যায়
দূরে, হাল্কা হয় মন
কাটে এক আশ্চর্য সময়।
-----------------------------.
প্রতীক্ষায়
-----------------
হৃদয়ের সাথে যে
আমার কত কথা হয় রাতে
সে কখনও চায় না যেতে কথার সংঘাতে,
এ'হৃদয় নিয়ে কতদিন কতভাবে যে করেছি মস্করা
আজ হৃদয়ে একটু দোষ পড়ে গেছে ধরা,
তা'বলে হৃদয় নিয়ে খেলা করা যাবে নাকি আর,
সেই কথা মনে মনে ভাবি বারবার।
হৃদয় হাসিয়া কহে, সন্দেহ কি তায়
সেই কথা শুনে মনে জাগে যে সংশয়,
হৃদয় আবার কহে,আমি কি তোমার নাকি?
তার কথা শুনে আমি চুপ করে থাকি।
আর মনে মনে ভাবি, তবে হৃদয়টা কার?
আমার মাথায় রয় হৃদয়ের ভার
আছে কেউ এ'কথার জবাব দেবার?
প্রতীক্ষায় আছি আমি আজ শুধু তার।
------------------------------.
মানুষের মন
----------------------
কত রঙে চমকিত
মানুষের মন
ক্ষণে ক্ষণে বদলায় তার রঙ ঢঙ
কখনও সে ফিকে নীল
কখনও হলুদ
আমি তার রূপে রসে হয়ে থাকি বুঁদ।
মনের আবার রূপ রস
মানে কি যে তার?
সেই বোঝে যার আছে মন বোঝবার,
মনের খবর আর ক'জনই বা রাখে?
তাই মন আজকাল দূরে দূরে থাকে মনের মতন
কাছে তার থাকে
শুধু যে তার আপন।
মন হীন লোকজন পথে ঘোরে কত,
দেখতে তারা সকলে
আমাদেরই মতো
সেই সব আপদেরা থাক দূরে যত,
কত রঙে চমকিত
আমাদের মন
ক্ষণে ক্ষণে বদলায় তার রঙ ঢঙ।
---------------------------------.
কবি
------------------
কবি হয় না ঘরের
আপন, হয় সে শুধু পরের
আপন
হয় না কবি দলের ফানুস
হয় না কবি বলের
কাছে নতজানু মানুষ
হয় না কবি খলের
সে যে সকল কালের
প্রতিনিধি সতর্ক এক মানুষ।
কবি যে হয়, আপন মনের খুশি মত
চলতে ভালবাসে,
নিজের দুঃখে নিজের
ব্যথায় মন খুলে সে হাসে
অথচ ভালবাসা ছড়িয়ে দেয় সে ঘাসে।
কবি হয় না সবার মত, তার বুকের ভিতর
স্বপ্ন যত
তার ফলনে আগ্রহ তার, মনের ভিতর অসীম
অপার।
( কবি কারও দাস নয়, কবি কারও বাঁশও নয়
হয়তো সে হতে পারে, কারও গাঢ় শ্বাস
কবি কারও´বস্`নয়, বশও নয় কারও
কবি মানে তার চেয়ে বড় কিছু আরও।)
No comments:
Post a Comment