লুতফুল বারি পান্নার কবিতাগুচ্ছ--
শ্রাবণ-১
বেভুলে নেমেছি সদ্য। এ আমার ছেঁড়া পদ্য
জোড়া লেগে বাতাসে শুকায়।
জানা নেই কোন গলি— তবু মন শোন বলি,
খুঁজে দেখ— কোথায় সুখ? আয়।
কোন পাহাড়ের কাছে, চেনা মেঘ পড়ে আছে।
কোন ডালে ধরেছে ফুলেরা?
কিছুই না জেনে বুঝি, একা একা পথে খুঁজি—
হয়নি নিজের কাছে ফেরা।
নিজেকে এঁকেছি বসে। হাত থেকে তুলি খসে
পড়ে গেলে ভেবেছি নাচার—
একলা জলের ধারে, ভিজিয়ে দিলাম কারে?
এ নদী, এ জল বলো কার?
যদিও চিনিনা কিছু। সময়ের পিছু পিছু
ছুটে গেছি দ্বিধাহীন তাও।
মৌশুম ও এলোকেশী, বাতাসে উড়িয়ে পেশী—
এ কেমন শ্রাবণ নামাও!
..........
শ্রাবণ-২
চোখ ভেসে গেলে
আমিও শ্রাবণ খুঁজি।
বুক ভেসে গেলে বুঝি–
ওইটুকু জল
এক জীবনের পুঁজি।
.........
আকাশ
আকাশ রুদ্র হলে
আমরা জলের মত বাঁচি
আকাশ অপার হলে
আমরা পাখির মত বাঁচি
আকাশ নামেনা তবু–
শোক ও মাটির কাছাকাছি।
...............
ইন্দ্রীয়জ
আমি শুনিনি বলে অভিমানে ফিরে গেছে গান।
আমিই শুঁকিনি বলে একা একা ওড়ে সুঘ্রাণ।
আমি দেখিনি বলে সৌন্দর্য নীরব, উদাস–
শরীরে মাখিনি বলে উড়ে গেছে দখিন বাতাস।
রসনা বাড়িয়ে আছি। এ কেমন সময়ের স্বাদ!
সময়ে চাখিনি বলে তোমার এ কেমন প্রতিবাদ!
No comments:
Post a Comment