প্রচ্ছদ

প্রচ্ছদ

রুদ্রানী রাই

 

 রুদ্রানী রাইয়ের কবিতা--

 

                    ত্রাণ 

 

সতর্কতা , ভরসা বিশ্বাস, সবটাই 

                    এখন  স্থির  মেরুদন্ড ৷

আকস্মিক   ঘটনাচক্রে  আতঙ্কিত 

              বর্ধিষ্ণু   গ্রামের  কচুরিপানার ঝাঁক ৷

 

 বিশাল  বিশাল   নৌকোগুলোর  

                 পাল   উড়িয়ে  হঠাৎ 

দৃৃৃষ্টি   মঞ্চে  আবির্ভাব ৷

 

ষর্ষের ক্ষেত , ডোবানো  জলে ভেসে

      নীল  শরীর  বেয়ে হাজির

              ঝুলন্ত  শশার মাচায় ৷

চন্ডিমন্ডপ  তাই ছেয়ে গেছে মানুষে ,

             ত্রানের বোঝা আর কাঠের ফ্রেমে ৷

 

চালচিত্র  আর  নন্দনতত্ত্বর মেল বন্ধনে 

        জ্বল জ্বল  করে উঠছে সোসাল নেটওয়ার্ক৷

 সঙ্গে, নৌকোর  দাঁড় আর পালের মেল বন্ধনে বন্দী,

   মুঠো ফোনের  রঙিন  ফ্রেম ৷

                   

                চোরকাঁটা

  

সবুজ মাঠ  এখন  চোরকাঁটায় ভর্তি

     স্মৃতির  দুর্গা মন্ডপ এখন হোগলার বন

আর কাগজের  কাশফুলে সাজানো ৷

 

কাগজের মন্ডপগুলো এখন পাবলিক ট্রান্সপোর্ট

রামচরিতমানস  আর নিমাই সন্ন্যাস

        এখন তরঙ্গায়িত  ব্যঞ্জনা 

 

                অন্য  পৃৃৃথিবী    

 

অজান্তে  এক  পিঁপড়েকে  মাড়িয়ে ফেল্লাম

     জীবনের মহাকাব্যে যদিও সে অপাঙতেয়

 

কিন্তু পায়ের নীচে এই পিষে ফেলার রহস্য

     চিরকালই এক অজানা গল্প ৷

বুদ্ধি , পরিশ্রম, সাংগঠন

         সবই পিষে ফেলার রহস্যে অমলিন ৷

শতাব্দির হারিয়ে পাওয়া সংগ্রাম রহস্য,

         চিরকালই  পায়ের  তলার মাটি,

 

সরে গেলে  এক  অন্য  পৃৃৃথিবী ৷

 

                      রণকৌশল

 

কিরিটি  আর  ব্যোমকেশের আলোচনাতেই ছিল

                           যুদ্ধের   ভিন্ন  রণকৌশল   

যুক্তি  আর  বুদ্ধির  কড়া সুবাস 

                       ছড়িয়েছিল  রহস্য সন্ধানে 

দুজনের  স্বাক্ষরহীন  চুক্তিগুলো

                     নিজেরাই গাঁটছড়া  বেঁধেছিল,

গুপ্তধনের আশায়৷

 মির্জাফরের  সুসংবদ্ধ  চালে ,

        বাজিমাৎ  করে ৷

গোয়েন্দা  রণকৌশল  পরাহত ,

সর্ষের মধ্যে  ভূতের আনাগোনা ৷


No comments:

Post a Comment

স্বরধ্বনির আগামী অনলাইন সংখ্যা প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।লেখা এই এড্রেসে--tkray1950@gmai