স্মৃতি শেখর মিত্রের
কবিতা--
১
রেনিডে
বৃষ্টি পড়ার শব্দে
একযোগে ধরা পড়ে বেদনা
ও ভালবাসার সুর
চারদিকে জল থৈ থৈ মাঠ
তালপাতার ডোঙা মাথায়
বাউরী ললনাদের একটানা
করুণ সুরে গান গাওয়া।
শ্রাবণে ধান খেতে রোয়া শুরু হল
আজ।
পেছনের ডোবাগুলি জলে টইটম্বুর
অনেক দিন পর রাতভর
ব্যাঙেদের ঘ্যাঙর ঘ্যাঙ
ডাক।
সামনে বাবলা বন থেকে ভেসে
আসে
ঝিঁঝিঁদের ডাক রাতের
নৈঃশব্দকে
চিরে দেয় ফালা ফালা করে।
মায়ের হাতের ছোঁয়ায়
বেড়ে ওঠা
ঝিঙ্গার লতে বিকেলে হলুদ
ফুলের
সমারোহ ।
আমাদের খড়ের চাল ভেদ করে
অবিরাম বৃষ্টির জল।
ঘুম ভেঙ্গে বসে আছি আমরা
চার ভাইবোন নিরাপদ
আশ্রয়ের খোঁজে
বসে বসেই কাটাতে হবে আজ
সারারাত।
ভোরবেলা ছাড়া পাওয়া
হাঁসগুলি
জড়োসড়ো হয়ে ঢুকে পড়ে
আপন খোঁয়াড়ে।
অদূরে বসে আছেন স্বয়ং
যমরাজ
শেয়ালের বেশে।
এসব দিনে বিদ্যালয়ে
যাওয়ার
কোন রীতি নেই.....
আমরা সবাই জেনে যাই আজ
" রেনিডে" অঘোষিত ছুটির দিন।
২
ঝরাপাতা
ঝরা পাতাদের দলে
আমিও একদিন
মিশে যাবো।
এরপর যদি জৈবিক
সার হয়ে যাই
কোন এক গাছের গোড়ায়
মেনে নেব সেও
আমার পরম সৌভাগ্য।
No comments:
Post a Comment